আসসালামু-আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ট্রপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকের ট্রপিক হলো GP সিমে ১ জিবি ইন্টারনেট কিভাবে ফ্রি নিবেন।
তো সবার আগে বলে নেই কারা কারা এই অফারটি পাবেন। চিন্তার কোন কারণ নেই অফারটি সবাই পাবেন। নতুন জিপি ইউজাররা সবাই পাবেন যদি my gp অ্যাপটি আগে ইন্সটল না করে থাকেন।
নতুন ইউজাররা যেভাবে পাবেন:-
জিপি নতুন ইউজাররা সবার প্রথমে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কে প্লে-স্টোরে নিয়ে যাবে। প্লে-স্টোরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মাই জিপি অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড হয়ে গেলে সাইন আপ করবেন। সাইন-আপ করার সাথে সাথে এক জিপি ১ ইন্টারনেট ফ্রি এর একটি পপ আপ নোটিফিকেশন চলে আসবে।
পুরাতন জিপি ইউজাররা যেভাবে পাবেন:-
পুরাতন মাই জিপি ইউজাররাও পাবেন। সেক্ষেত্রে আপনাদের আগে ডাউনলোড করা মাই জিপি অ্যাপসটি আনইনস্টল করে এই ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে সাইন-আপ করতে হবে। সাইন-আপ করার সাথে সাথে ১ জিবি ইন্টারনেট ফ্রি এর একটি পপ-আপ নোটিফিকেশন চলে আসবে।
কিছু কিছু পুরাতন ইউজার এ অফারটি নাও পেতে পারেন।
এই ছিলো আজকের পোস্ট। আরো এধরণের পোস্ট পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।